Header AD

সোশ্যাল মিডিয়াতে ছবি ব্যবহারের ক্ষেত্রে

সোশ্যাল মিডিয়াতে ছবি ব্যবহারের ক্ষেত্রে কভার, টাইমলাইন, প্রোফাইল ফটো ইত্যাদির আদর্শ মাপ কেমন হবে এ নিয়ে আমাদের বার বার ঝামেলায় পড়তে হয়। তবে আর নয়, এখন থেকে আপনিও হয়ে উঠতে পারেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট স্পেশালিস্ট।
এছাড়াও ইউটিউবে ভিডিও আপলোডের নির্দিষ্ট সাইজ, ফরম্যাট ইত্যাদিও জেনে নিতে পারবেন এই পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়ার ইমেজ সাইজ নিয়ে বার বার গুগোল সার্চ ও নানা মুনির নানা মতের পাল্লায় আপনাকে আর পড়তে হবেনা।

ফেসবুক:

ফেসবুক প্রোফাইল পিকচার: মাপ ১৮০ X ১৮০ পিক্সেল (দেখায় ১৬০X১৬০)
fb profile picture size
ফেসবুক কভার ফটো মাপ ৮২৮ x ৩১৫ পিক্সেল

fb cover photo
ফেসবুক টাইমলাইন ফটো (ওয়াইড) মাপ ১২৮০ X ৭১৭ পিক্সেল

fb timeline photo
ফেসবুক টাইমলাইন ফটো (স্কয়ার) মাপ ১৯২০ X ১৯২০ পিক্সেল(১৬X১৬ ইঞ্চি)


টুইটার:

টুইটার প্রোফাইল ইমেজ: মাপ ৪০০X৪০০ পিক্সেল

twitter profile image
টুইটার হিডার ইমেজ: মাপ ১৫০০X৫০০ পিক্সেল

twitter header image
টুইটার টুইট পিকচার: মাপ ৪৪০X২২০ পিক্সেল (১০২৪X৫১২ সর্বোচ্চ)

twitter tweet picture
গুগোল প্লাস:

কভার ইমেজ : মাপ ১০৮০X৬০৮ পিক্সেল
g+ cover Image
প্রোফাইল ফটো: ২৫০x২৫০ পিক্সেল


ইমেজ শেয়ার: ৪৯৭ x ৩৭৩ পিক্সেল

g+ Shared Image size
ভিডিও শেয়ার: ৪৯৭ x ২৭৯ পিক্সেল

google+-Shared Video size


ইনস্টাগ্রাম:

প্রোফাইল পিকচার: ১১০ x ১১০ পিক্সেল

instagram profile picture size

ছবি আপলোড: ১০৮০ x ১০৮০ পিক্সেল

instagram photo size


ইউটিউব:

চ্যানেল আর্ট ফটো: ২৫৬০ x ১৪৪০ পিক্সেল

youtube channel art size
ইউটিউব চ্যানেল আইকন: মাপ ৮০০X৮০০ পিক্সেল (দেখায় ৯৮X৯৮)

youtube channel icon size
ভিডিও আপলোড: আদর্শ মাপ ১২৮০ x ৭৬০ পিক্সেল (সর্বোচ্চ ২৫৬০ x ১৪৪০)

youtube video size
এছাড়াও ইউটিউব ভিডিও’র বিভিন্ন মাপ:
youyube recommended video resolution
ইউটিউব ভিডিওর বিভিন্ন রেজল্যুশন, আসপেক্ট রেশিও, ফ্রেমরেট ও বিটরেট
১. রেজল্যুশন হল মূল মাপ যেমন ৭২০ পিক্সেল
২. আসপেক্ট রেশিও হল ভিডিওর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যেমন ৭২০ পিক্সেল রেজল্যুশনের ভিডিওর আসপেক্ট রেশিও হল ১২৮০X৭২০ পিক্সেল
৩. বিটরেট হল ভিডিওর এক সেকেন্ডে কতটি বিট থাকবে।
৪. ডাটা রেট হল ভিডিওর এক সেকেন্ডে কতটুকু ডাটা থাকবে।
৪. ফ্রেমরেট হল সেকেন্ডে কতটি ছবির ফ্রেম চলবে। প্রতিটি ভিডিও মূলত চলমান ছবির সমষ্টি পরপর এক সেকেন্ডে কতটি ছবি শো হল ্এটাই ভিডিওর ফ্রেমরেট। ভিডিওতে যত বেশি ফ্রেমরেট তত মসৃভাবে চলবে তবে সাধারণ ভিডিওর ফ্রেমরেট ২৯.৯৭ বা ৩০ এফপিস (fps)

Video bitrate frame rate
৫. ইউটিউব সাপোর্টেড ভিডিও ফরম্যাট ও কন্টেইনার:
(ইউটিউবে জনপ্রিয় ভিডিও Codec হল H264 (MPEG-4 AVC) এবং এর কন্টেইনার হল .MP4)
  • .MOV.
  • .MPEG4.
  • MP4.
  • .AVI.
  • .WMV.
  • .MPEGPS.
  • .FLV.
  • 3GPP.
কোন মাপের/ধরণের ভিডিও কোন ধরণের ডিভাইসের জন্য?

Video & devices
তথ্যসত্র: ‍গুগোল সাপোর্ট ও অন্যান্য

সোশ্যাল মিডিয়াতে ছবি ব্যবহারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে ছবি ব্যবহারের ক্ষেত্রে Reviewed by Blog Author on 3:55 PM Rating: 5

No comments

Post AD